ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চুন-সুরকি দিয়ে পুনর্নির্মিত কলকাতার হচ্ছে রাইটার্স বিল্ডিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ৯, ২০১৪
চুন-সুরকি দিয়ে পুনর্নির্মিত কলকাতার হচ্ছে রাইটার্স বিল্ডিং

কলকাতা: কলকাতার অন্যতম ঐতিহাসিক ভবন ও পশ্চিমবঙ্গের সাবেক প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিংয়ের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজের দায়িত্ব পড়েছে কলকাতার যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের প্রকৌশলী বিভাগের উপর।



জানা যায়, আগে যেসব উপকরণ দিয়ে বিল্ডিংটি নির্মিতি হয়েছিল সেসব উপকরণকেই গুরুত্ব দেওয়া হবে।

ইতোমধ্যে রাইটার্স বিল্ডিংয়ের সমস্ত দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ দপ্তর চলে গেছে পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক ভবন ‘নবান্ন’-তে। রাজ্যের মন্ত্রীরাও প্রায় সবাই নতুন প্রশাসনিক ভবনে তাদের দপ্তর স্থাপন করেছেন।

১৭৭৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ ভবন তৈরি করেছিলেন। ভবনের মূল প্রকৌশলী ছিলেন থমাস লেয়ন। পরবর্তী সময় এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক ভবনে রূপান্তরিত হয়।

২০১৩ সালের ৪ অক্টোবর পর্যন্ত এ ভবন পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন হিসেবে কাজ করেছে। এরপর ভবন পুনর্নির্মাণ করার জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়।


ভবনের ভিতরে কর্মরত প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৩৮ বছরের পুরনো এ ভবন নির্মাণে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছিল গুড়ো চুন, মার্বেল পাথরের গুঁড়ো, ইট ও বালি। এর সঙ্গে ব্যবহার করা হয়েছিল গোবর।

ভবন পুনর্নির্মাণেও এসব সামগ্রীই গুরুত্ব দেওয়া হবে বলে জানা যায়। রাজ্য সরকারের পূর্ত দপ্তর ইতোমধ্যেই এ সামগ্রীগুলি জোগাড় করতে শুরু করেছেন।

সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী ২০১৫ সালের মে মাসের মধ্যে পুনর্নির্মাণ শেষ করতে। আর তাই খুব দ্রুত কাজ শুরু করে দিতে চায় সব পক্ষই।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।