কলকাতা: কলকাতায় ‘আভেরি লাইফ স্টাইল অ্যান্ড কনসেপ্ট স্টোর’ নামে একটি বিপণীর উদ্বোধন করলেন বলিউডের অভিনেত্রী, মডেল, ক্রিকেট উপস্থাপিকা মন্দিরা বেদী।
পুরুষ, নারী এবং শিশুদের পোশাক ছাড়াও এই বিপণীতে পাওয়া যাবে ফ্যাশনের সঙ্গে যুক্ত সব কিছুই।
এছাড়াও এই বিপণীতে পাওয়া যাবে, সব বয়সের মানুষের জন্য পরিকল্পনা করা বিশেষ উপহার। আছে, পোশাকের সঙ্গে মিলিয়ে ডিজাইনের গয়না। পাওয়া যাবে, বিশ্বের বিভিন্ন নামি ব্র্যান্ডের ঘড়ি।
মন্দিরা বাংলানিউজকে বলেন, তিনি নিজে ফ্যাশন ডিজাইনার। তাই, ফ্যাশন নিয়ে তিনি খুবই উৎসাহী।
তিনি বলেন, ‘কলকাতা আমার প্রিয় শহর। বলতে পারেন, আমার দ্বিতীয় বাড়ি। তাই, এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই খুশি। ’
এখন কলকাতায় চলছে ‘কলকাতা ফ্যাশন উইক’। সেই উপলক্ষে শহরে হাজির হয়েছেন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং বিভিন্ন তারকারা।
এক প্রশ্নের উত্তরে মন্দিরা বাংলানিউজকে জানান, তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে খুবই উৎসাহী। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
তিনি বেশ কিছুটা সময় কাটান ‘আভেরি’-এর শিশু বিভাগে। আগামী ১৯ জুন ছেলে ‘ভীর’ তিন বছরে পা দিচ্ছে। তার জন্য উপহার পছন্দ করেছেন কিনা জানতে চাইলে মন্দিরা জানান ‘আভেরি’-এর প্রতিটি বিভাগ এতটাই সুন্দর, যার ফলে পরিবারের সবার জন্যই কিছু না কিছু কিনতে ইচ্ছা হবে।
২০১৪ সালের ল্যাকমি ফ্যাশন উইক-এ মন্দিরা বেদী প্রথম ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন তিনি জানান, তার ডিজাইন করা পোশাক আগামীতে আভেরি-তেও পাওয়া যাবে।
মন্দিরা আশা প্রকাশ করেন, ‘আভেরি লাইফ স্টাইল অ্যান্ড কনসেপ্ট স্টোর’ কলকাতার মানুষের কাছে আন্তর্জাতিক মানের কেনাকাটার সুযোগ করে দেবে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২০১৪, ২০১৪