ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ-ভারত সিরিজ সম্প্রচার করবে না ভারতীয় চ্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
বাংলাদেশ-ভারত সিরিজ সম্প্রচার করবে না ভারতীয় চ্যানেল

কলকাতা: আগামী ১৫ জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ –ভারত ক্রিকেট সিরিজ। সিরিজটি ভারতে সরাসরি সম্প্রচার করা নিয়ে ধোঁয়াশা কাটছে না।



ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর তরফ থেকে খেলা সম্প্রচার নিয়ে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে না। ফলে বাংলাদেশ-ভারতের তিনটি ম্যাচ সরাসরি দেখতে পাবেন না ভারতের ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশের গাজী টেলিভিশনের তরফ থেকে সনি সিক্স ও স্টার স্পোর্টস এ দু’টি টিভি চ্যানেলকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু এ নিয়ে বিশেষ আগ্রহ দেখায়নি এ দুই ভারতীয় টিভি চ্যালেন।

একদিকে ফুটবল বিশ্বকাপের খেলা অন্য দিকে ধোনি, বিরাট কোহলি, জাদেজা, অশ্বিন, মহাম্মদ সামি, শিখর ধাওয়ান, রোহিত শর্মাদের মতো তারকা খেলোয়াড়দের অনুপস্থিতির ফলেই দর্শকদের মধ্যে খেলা দেখার উৎসাহ কম থাকবে বলে মনে করছেন  ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর ব্যবস্থাপকরা।

আর এসব কারণেই ভারতীয় চ্যালেনগুলো খেলা সরাসরি সম্প্রচারে উৎসাহ দেখাচ্ছে না বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ১৩ জুন , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।