ঢাকা: তীব্র তাপপ্রবাহের ফলে আগামী ১০ দিন পশ্চিমবঙ্গের সব সরকারি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন থেকে এ কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে চলছে প্রবল তাপপ্রবাহ। কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ৪২-৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করছে।
সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও স্বাভাবিকের থেকে অনেক বেশি। শনিবার কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ। এর ফলে শারীরিক অস্বস্তির মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
শুধু ছাত্র নয়, সরকারের তরফে বিদ্যালয়গুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪