কলকাতাঃ হাওয়া অফিসের হিসেবে কলকাতায় বর্ষা আসতে আরও দুই তিন-দিন বাকি। কিন্তু রোববার বিকেলে কলকাতার মাটি ছুঁল বর্ষার বৃষ্টি ধারা।
৩৯-৪০ ডিগ্রি থেকে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে ৩৪ এর কাছে। দুপুর থেকেই আকাশে ছিল মেঘ। আর দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘ পিয়নের ঝোলার ভেতর থেকে ঝরে পড়ল বৃষ্টি।
কল্লোলিনী কলকাতার গাছগুলি বৃষ্টির জলে ভিজে তিলোত্তমা হয়ে উঠলো। ঝমঝমে বৃষ্টির মধ্যেই ময়দান দাপিয়ে ফুটবল খেলায় মেতে উঠলো কলকাতার মেসি, নেইমার, রোনালন্দোরা।
কোন কোন জায়গায় কিছুটা সময় জল জমলেও কলকাতার নাগরিকদের মুখে জলজমার চেনা বিরক্তি মোটেই দেখা যায় নি। বরং অনেকেই ইচ্ছা করে নিজেদের বৃষ্টির জলে ভিজিয়ে নিয়েছেন। মনে করা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে দিয়েই কলকাতায় বর্ষার সূত্রপাত হয়ে গেল।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৫ জুন, ২০১৪