ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেলওয়ের ৭ সদস্যের প্রতিনিধি দল আগরতলায়

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
রেলওয়ের ৭ সদস্যের প্রতিনিধি দল আগরতলায় ছবি: প্রতীকী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি দেখতে বাংলাদেশ রেলওয়ের সাত সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিনের সরকারি সফরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. হামজাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছায়।



প্রতিনিধি দলটি দুপুরে ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়ক পথে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে স্থলবন্দরে যান। দলটি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থান করবেন।

দুই দিনের সরকারি সফরে ওই দলটি আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ বিষয়ে সেখানকার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন ও কাজের অগ্রগতি সম্বন্ধে জানবেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ রেলওয়ের অতিরিক্তি মহাপরিচালক (অবকাঠামো) মো. হামজাদ হোসেন বাংলানিউজকে জানান, আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ বিষয়েই এ সফর।
 
অনেক আগে থেকেই আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের অংশে পাঁচ কিলোমিটার ও বাংলাদেশ অংশে আখাউড়ার মোগড়া হয়ে রেলওয়ে জংশন পর্যন্ত ১০ কিলোমিটার রেললাইন নির্মাণ হওয়া কথা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।