আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজের অগ্রগতি দেখতে বাংলাদেশ রেলওয়ের সাত সদস্যের একটি প্রতিনিধি দল দুই দিনের সরকারি সফরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. হামজাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছায়।
প্রতিনিধি দলটি দুপুরে ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়ক পথে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে স্থলবন্দরে যান। দলটি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থান করবেন।
দুই দিনের সরকারি সফরে ওই দলটি আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ বিষয়ে সেখানকার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন ও কাজের অগ্রগতি সম্বন্ধে জানবেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ রেলওয়ের অতিরিক্তি মহাপরিচালক (অবকাঠামো) মো. হামজাদ হোসেন বাংলানিউজকে জানান, আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ বিষয়েই এ সফর।
অনেক আগে থেকেই আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের অংশে পাঁচ কিলোমিটার ও বাংলাদেশ অংশে আখাউড়ার মোগড়া হয়ে রেলওয়ে জংশন পর্যন্ত ১০ কিলোমিটার রেললাইন নির্মাণ হওয়া কথা।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৪