ঢাকা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনসহ সাত রাজ্যের রাজ্যপালকে বদল করা হচ্ছে৷ অবশ্য সরকারিভাবে কিছু বলা না হলেও বিভিন্ন সূত্র থেকে এমনই ইঙ্গিত স্পষ্ট৷
এই খবরের জেরে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল বি এল যোশী৷ ইস্তফাও পাঠিয়ে দিয়েছেন তিনি৷ রাজ্যের রাজ্যপালদের অপসারণের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক নরেশ আগরওয়াল। তিনি কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, মোদি সরকার নিজেদের পছন্দের লোক বসাচ্ছে৷
নির্ভরযোগ্য সূত্রের খবর, নারায়ণন ছাড়াও মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, রাজস্থান, কর্নাটক এবং আসামের রাজ্যপালকে সরে যেতে বলা হয়েছে৷ কংগ্রেসের যেসব নেতা-নেত্রীকে ইউপিএ আমলে রাজ্যপাল হিসাবে ‘পুরস্কৃত' করা হয়েছিল, তাঁদেরই আগে সরাতে চান মোদি৷
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কেরালার রাজ্যপাল শীলা দিক্ষীত, রাজস্থানের রাজ্যপাল আলভা, কর্নাটকের রাজ্যপাল ভরদ্বাজ এবং আসামের রাজ্যপাল পট্টনায়েক৷ তবে সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শীলা৷ পট্টনায়েক অবশ্য বলেছেন, আমি পদত্যাগ করিনি৷ পদত্যাগ নিয়ে গুজব ছড়ানো হলে আমার কিছু বলার নেই৷
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
দিল্লি, কলকাতা, আগরতলা
সরানো হচ্ছে ৭ রাজ্যপালকে
ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।