ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ষার শুরুতেই কলকাতায় জলাবদ্ধতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
বর্ষার শুরুতেই কলকাতায় জলাবদ্ধতা ছবি: ফাইল ফটো

কলকাতা: বর্ষাকালের শুরুতেই কলকাতা শহর ভাসলো জলে। হাটু সমান পানিতে পুরো কলকাতা শহরই যে ভেসে যাবার উপক্রম!

বুধবার সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে এমন চিত্র।



সকাল থেকে হওয়া বৃষ্টিতে রাস্তায় পনি জমে নাকাল পুরো কলকাতাবাসী। বিশেষ করে এ দিনের অফিস যাত্রীরা।

বেশ কিছু স্কুলে গরমের ছুটি সবে শেষ হয়েছে, তাই ক্লাস শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় জমা পানিতে নাকাল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাও।

বর্ষার শুরুতেই শহরের রাস্তায় জলাবদ্ধতার সমস্যায় চিন্তার ভাঁজ কলকাতা পৌরসভা কর্তৃপক্ষের কপালে। কারণ আগামী দিনে বৃষ্টির পরিমাণ বাড়লে জলাবদ্ধতা সমস্যা আরও বাড়বে বলেই তাদের অনুমান।

গত বর্ষাতেও কলকাতার বেশ কিছু জায়গায় জমা পানিতে সমস্যা নিয়ে বিক্ষোভ তুঙ্গে উঠে ছিলো।

কিন্তু গত এক বছরেও কলকাতার সেই পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো পরিকল্পনা এখনও কার্যকর করা হয়নি। আপর দিকে শহরের নানা জায়গায় ফ্লাইওভার এবং মেট্রো রেলের সম্প্রসারণের কাজের ফলে অনেক জায়গাতেই ভেঙ্গে পরেছে পানি নিষ্কাশন ব্যবস্থা।

সরকারি ঘোষণা মতে বুধবার থেকে বর্ষা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। আর বর্ষার শুরুতেই জল থই থই শহরের ছবি বেশ চিন্তায় ফেলেছে নগরবাসীকে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।