কলকাতা: তৃণমূলের রাজ্যসভার সাংসদ, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সারদাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ জন্য সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।
ইডি সূত্রে খবর পাওয়া গেছে ইতোমধ্যেই মিঠুন চক্রবর্তীর মুম্বাই-এর বাড়িতে নোটিশ পৌঁছে গেছে।
উল্লেখ্য, ২৬০০ কোটি রুপির সারদা “পঞ্জি স্কিম” প্রতারণা মামলায় ভারতের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে তদন্তের দায়িত্ব দিয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছেন যে এরই সঙ্গে চালু থাকবে ইডি-এর তদন্ত।
মিঠুন চক্রবর্তী সারদা গোষ্ঠীর একটি টেলিভিশন চ্যানেলের “ব্রান্ড অ্যাম্বাসেডর” ছিলেন। এই কারণে তিনি মাসে ২০ লক্ষ রুপি বেতন পেতেন। সেই কারণেই তাকে ইডি তলব করেছে বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যেই সারদা কাণ্ডের রিপোর্ট সিবিআই–এর হাতে তুলে দিয়েছে ইডি। সূত্রের খবর তাতে অন্তত ২০জন রাজনৈতিক ব্যক্তির যোগাযোগের কথা বলা আছে।
সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর গত বছর এপ্রিল মাসে ফেরার হয়ে যান সারদা কর্তা সুদীপ্ত সেন। সেই সময় তিনি সিবিআই–কে একটি চিঠি লেখেন। জানা গেছে সেই চিঠির অষ্টম পাতায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম আছে।
ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের শাসক দলের সাবেক রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ সারদা কাণ্ডের প্রেক্ষিতে কারাবাস করছেন। জেরা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বর্তমান লোকসভা সদস্য অর্পিতা ঘোষকেও।
শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত এবং রাজ্য সভার সাংসদ মিঠুন চক্রবর্তীকে সারদা কাণ্ডে জেরার বিষয়টি নিয়ে আগামী দিনে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনৈতিক মহল উত্তাল হবে সে কথা বলাই বাহুল্য।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪