ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বকাপে দার্জিলিংয়ের চা, চুমুক দিচ্ছেন মেসি-নেইমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৪
বিশ্বকাপে দার্জিলিংয়ের চা, চুমুক দিচ্ছেন মেসি-নেইমার

কলকাতা: বিশ্বকাপে তুফান তুলেছে দার্জিলিং এর চা। চাইলেই মেসি, নেইমার কিংবা রোনালদোরা দার্জিলিং এর চায়ে চুমুক দিয়ে মাঠে নামতে পারেন।

খেলার আগে টিম মিটিংয়ে পরিবেশন করা হচ্ছে দার্জিলিং এর এই অভিজাত চা।

বিশ্বকাপের ভিভিআইপিদের জন্য দার্জিলিং এর বিখ্যাত ‘মাকাইবারি টি এস্টেট’ থেকে বিশেষ অরগ্যানিক চা গেছে ব্রাজিলে।

১৮৫৯ সালে তৈরি হওয়া কার্শিয়ং এর বাগান থেকে এই চা রপ্তানি করা হয়েছে। তবে দার্জিলিং থেকে সরাসরি এই চা ব্রাজিলে যায়নি। ব্রিটেনের চা বিক্রেতা সংস্থা ‘হ্যাম্পাসায়ার্ড টি’ মাকাইবারি বাগানের চা গোটা বিশ্বে বাজারজাত করে থাকে। তারাই এই চা ব্রাজিলে সরবরাহ করছেন।

ভারতীয় মুদ্রায় এই চায়ের দাম পড়েছে প্রতি ১০০ গ্রাম প্রায় ২ হাজার ৪০০ রুপি।

সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মাকাইবারি টি এস্টেটের মালিক রাজঝা বন্দ্যোপাধ্যায়।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও ‘মাকাইবারি টি এস্টেট’ এর চা পরিবেশন করা হয়েছিল বলে রাজঝা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।