কলকাতা: কলকাতার মেট্রো রেলে দেখা দিয়েছে বেশ বড়সড় বিভ্রাট। সোমবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ কলকাতার পার্ক স্ট্রিট থেকে ময়দান স্টেশনের মাঝামাঝি মেট্রো রেলের একটি শীতাতপ নিয়ন্ত্রিত রেক খারাপ হয়ে যায়।
রেক খারাপ হয়ে যাওয়ায় প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। এতে বদ্ধ কামরায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট পর যাত্রীদের উদ্ধার করতে সমর্থ হয় মেট্রো রেল কর্তৃপক্ষ।
উদ্ধার কাজে দেরি হওয়ায় যাত্রীদের ক্ষোভ বাড়তে থাকে। পুলিশের সঙ্গে বেশ কিছু যাত্রীর বচসা হয় বলেও জানা যায়। সাংবাদিকদের পক্ষে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো উত্তর দিতে রাজি হন নি। কি কারণে এ বিপত্তি সেই প্রশ্ন করা হলেও তারা কোনোভাবেই কোন কথা বলতে চান নি।
আপাতত মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের আংশিক পরিসেবা বজায় রেখেছে। পরিসেবা কখন পুরোপুরি চালু হবে সে প্রসঙ্গেও কোনো উত্তর দেন নি মেট্রো রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪