কলকাতা: দিল্লি থেকে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস বিহারের ছাপরা জেলার কাছে গোল্ডেনগঞ্জ স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রেল কর্তৃপক্ষ ধারণা করছে এই ঘটনার সঙ্গে নাশকতার যোগ রয়েছে।
নিহতদের পরিবার প্রতি ২ লাখ এবং আহতদের জন্য এক লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের উদ্ধার কাজে পুলিশ ও রেল দপ্তরের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে এলাকার সাধারণ মানুষও।
ছাপরা স্টেশনের কাছে কিছুক্ষণ আগে বেশ কিছু বোমা উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।
ফলে এই ঘটনায় মাওবাদী যোগ থাকতে পারে বলে মনে করছে প্রশাসন।
এ ঘটনার পর গোটা পূর্ব ভারতে বিভিন্ন জায়গায় রেল চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।
নাশকতার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৪