ঢাকা: ভারতে এবার ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল। সিলিন্ডার প্রতি দাম বাড়ছে ১৬.৫০ টাকা।
মঙ্গলবার থেকেই এই বাড়তি দাম গুনতে হল ক্রেতাকে। সামান্য হলেও দাম বাড়ছে বিমানের জ্বালানিরও। কেন্দ্রীয় সরকার সোমবার পেট্রোলে লিটার প্রতি ১.৬৯ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৫০ পয়সা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
গত ছ'মাসে এই প্রথমবার ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। সাধারণত বছরে ১২টি ১৪.২ কেজি সিলিন্ডার পাওয়ার পর অতিরিক্ত সিলিন্ডার নিতে হলে আর কোনও ভরতুকি মেলে না।
গত মাসে অবশ্য ভরতুকিহীন সিলিন্ডারের দাম ২৩.৫০ টাকা কমিয়েছিল সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ভরতুকিহীন সিলিন্ডারের দাম কম ছিল। বর্তমানে কলাকাতায় ভরতুকিপ্রাপ্ত গ্যাস সিলিন্ডারের দাম ৪১৬ টাকা।
এদিন কেন্দ্র বিমানের জ্বালানির দাম .৬ শতাংশ বাড়িয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতি কিলোলিটার অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম বাড়ছে ৪১৩.৭৮ টাকা।
তবে এই দাম বাড়ার ফলে যাত্রীভাড়া বাড়বে কি না সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বিভিন্ন্ বিমান সংস্থা।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪