কলকাতা: তাপস পাল কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে জানতে চেয়েছে এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে এই চিঠির বিষয়ে কিছুই বলা হয়নি।
তাপস পাল পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় পর পর দুটি জনসভায় বিরোধী দলকে খুনের হুমকি দেন। তিনি গ্রামের নারীদের ধর্ষণের হুমকিও দেন।
এ ঘটনার ধারণকৃত ভিডিও পশ্চিমবঙ্গের গণমাধ্যমকর্মীদের হাতে আসার পর তা প্রতিবেদন আকারে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, যা নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
রাজ্যের এবং দেশের নাগরিক সমাজ তাপস পালের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও জনগণের তীব্র শ্লেষ ঝরে পড়ে। এর পরেই রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্র।
যদিও ভারতের সংবিধান অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্য সরকারের। তথাপি প্রথা ভেঙে রাজ্যকে কেন্দ্রের এই চিঠি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
যদিও দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বাংলা চলচ্চিত্রের এই নায়ক।
কিন্তু দলের তরফে কোনো কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানা যায়নি। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি গভীরভাবে মর্মাহত।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪