ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় চলছে রথযাত্রা’র প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
কলকাতায় চলছে রথযাত্রা’র প্রস্তুতি

কলকাতা: কলকাতায় চলছে রথযাত্রার প্রস্তুতি। আগামী ২৯ জ‍ুন কলকাতায় রথযাত্রা উৎসব পালন করা হবে।

ইসকনের উদ্যোগে ৪৩ বছর ধরে কলকাতায় এই রখযাত্রা উৎসবের আয়োজন করা হয়।

এবছরও ‘যুব উৎসব’ এবং ‘শিশু উৎসব’-এর আয়োজন করেছে ইসকন। এতে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণী ও শিশুরা অংশ নেবে।

উৎসবকে কেন্দ্র করে ইসকন মন্দির চত্বরে চলছে জোর প্রস্তুতি। রথের গায়ে নতুন করে রঙ করা হচ্ছে। ফুল-পাতাসহ নানা ধরনের জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রথগুলোকে।

আয়োজকরা জানান, রথযাত্রা উপলক্ষে গোটা সপ্তাহ ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিকে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে কলকাতার বাজারগুলো। দোকানীরা বিভিন্ন ধরনের রথের পসরা সাজিয়ে বসেছেন। আর শিশুরা মা-বাবার সঙ্গে রথ কিনে নিয়ে নিজেদের মতো করে সাজিয়ে তুলছে।

দক্ষিণ কলকাতার বিখ্যাত রাসবিহারী অঞ্চলে রথের মেলার প্রস্তুতিও প্রায় শেষ বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।

সূত্র জানায়, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই বছর রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন।

এতে পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ওড়িশি নৃত্য পরিবেশন করবেন ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি ও তার কন্যা সানা গাঙ্গুলি।

এছাড়া কলকাতার উপকন্ঠে মাহেশসহ ভারতের বিভিন্ন এলাকায় রথযাত্রা উৎসব নিয়ে প্রস্তুতির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।