কলকাতা: টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। অভিনয়ে ব্যস্ত থাকলেও মানবতার দিক থেকে যথেষ্ট উদার তিনি।
শত ব্যস্ততার মাঝেও সেরিব্রাল পালসি রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে সেটাই প্রমাণ করে দিলেন শুভশ্রী।
ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসি’র উদ্যোগে কলকাতার ঐতিহ্যমণ্ডিত প্রেক্ষাগৃহ বিজলি থিয়েটারে শুভশ্রী এবং জিত অভিনীত ছবি ‘গেম’ ছবির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
ছবির অভিনেত্রী হিসেবে সেই অনুষ্ঠানে অতিথি হয়ে এসে নিজের ভেতরে থাকা সহানুভূতি প্রকাশ করলেন পালসি রোগে আক্রান্ত শিশুদের জন্য।
অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কথা বলা, খেলা করা এবং তাদের নানা আবদার মেটালেন এই অভিনেত্রী। সেখানে অবস্থিত বেশ কিছু অসুস্থ শিশুদের নিজে হুইল চেয়ারে বসিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করাতেও দেখা যায় তাকে।
অনুষ্ঠানে শুভশ্রী সাংবাদিকদের জানান, সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের এই অনুষ্ঠানে হাজির হওয়াটা মাত্র শুরু। আগামী দিনে এদের সঙ্গে থেকে সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য কাজ করবেন।
তিনি জানান, ভারতে প্রায় ৩৩ হাজার এই রোগে আক্রান্ত বিভিন্ন বয়সের মানুষ আছেন। ৫০০ জন শিশুর মধ্যে বিশ্বে ১ জন শিশু সেরিব্রাল পালসি নিয়ে জন্মগ্রহণ করে।
শুভশ্রী আরও বলেন, এখন পর্যন্ত কোন একটি কারণকে সেরিব্রাল পালসির কারণ বলে নির্দিষ্ট করা যায়নি। কিন্তু সঠিক চিকিৎসা করলে এই শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
ওইদিন শুভশ্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের নবাগত নায়ক সৌরভ চক্রবর্তী।
উল্লেখ্য, কিছুদিন আগে শুভশ্রী অভিনীত দুই বাঙলার শিল্পী-কলাকুশলীদের নিয়ে মুক্তিপ্রাপ্ত ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ যথেষ্ট সফল হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪