ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন এম কে নারায়ণ। সোমবার দুপুরে তিনি তার ইস্তফাপত্র পাঠালেন ভারতের স্বরাষ্ট্র দপ্তরে।

মেয়াদ শেষের সাত মাস আগেই তিনি ইস্তফা দিলেন।
 
ভারতে নতুন সরকার আসার পরেই বেশ কয়েকটি রাজ্যে রাজ্যপাল পরিবর্তন নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল ভারত সরকারের তরফ থেকে কয়েকজন রাজ্যপালকে অপসারিত করা হবে। জল্পনায় নাম উঠেছিল পশ্চিমবঙ্গের রাজ্যপালেরও।

অপর দিকে কয়েক দিন আগেই ‘ভিআইপি’ হেলিকপ্টার কেলেঙ্কারি নিয়ে এম কে নারায়ণের নাম আসে। জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে সিবিআই ডাকতে পারে বলে জানা যায়।

রাজ ভবন সূত্রে জানা গেছে আগামী ৩ জুলাই রাজ্যপালকে রাজভবনে বিদায় সংবর্ধনা জানাবে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।