কলকাতা: কিছুটা ব্রাত্যই থেকে গেল পশ্চিমবঙ্গ। মোদী সরকারের রেল বাজেটে পশ্চিমবঙ্গের কপালে জুটল মাত্র দুটি নতুন রেল ও অল্প কিছু নতুন রেল পথ।
তিনি ক্ষোভ জনিয়ে ফেসবুকে লিখলেন, “এত বঞ্চনা, এত লাঞ্ছনা, কখনো কি দেখেছে কেউ? কেন্দ্রের নতুন সরকারের হাতে বঞ্চিত ও লাঞ্ছিত বাংলা”। এই দিন সাংবাদিকদেরও তিনি এই কথা জানান। তবে কেন্দ্রীয় রেল মন্ত্রী সদানন্দ গৌড়া জানিয়েছেন নতুন রেলের চমক নয় তিনি আগে ঘোষিত হওয়া কাজ গুলি আগে শেষ করতে চান।
তিনি আরও বলেন, রেল বাজেট কোন রাজ্যকে তুষ্ট করার জন্য নয়। এটি সামগ্রিক দেশের পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হয়েছে। তবে রাজ্যের ঝুলিতে বিশেষ কিছু না আসায় ক্ষুব্ধ বিরোধী দলগুলি।
তারা ভাড়া বাড়ানো ,রেলে বিদেশি বিনিয়োগের মত বিষয়গুলির সরাসরি বিরোধিতা করেছেন।
যদিও সামগ্রিকভাবে আগে ঘোষিত কাজ গুলি আগে শেষ করা হবে, এই ঘোষণায় যথেষ্ট খুশি পশ্চিমবঙ্গের মানুষ। কারণ রেল সম্প্রসারণ, মেট্রো রেলের বহু কাজ পশ্চিমবঙ্গে আটকে আছে। এই কাজ গুলি শেষ করার পরিকল্পনা নেওয়া হলে রেল পরিবহনে যথেষ্ট উন্নতি হবে পশ্চিমবঙ্গের।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪