ঢাকা: পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ডি ওয়াই পাটিল। তিনি বিহারের পাশাপাশি অতিরিক্ত হিসেবে পশ্চিমবঙ্গেরও দায়িত্ব পালন করে যাবেন।
পাটিল কলকাতা রাজভবনে শুক্রবার শপথ নেন। কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় পাটিলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদী সরকার গঠন করে নিজেদের মতো করে রাজ্যপাল নিয়োগে হাত দিয়েছেন। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে বিদায় নিয়েছেন এম কে নারায়ণন। শুক্রবার গোয়ার রাজ্যপাল থেকে ইস্তফা দিয়েছেন ভারত বীর ওয়াঞ্চু।
তবে মোদী সরকার একতরফাভাবে না করে মমতার সঙ্গে সুসম্পর্ক রেখে আলোচনা করে পশ্চিমবঙ্গে রাজ্যপাল নিয়োগে আগ্রহী। কেন্দ্র চাইছে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ এ দায়িত্ব নিক। কিন্তু কল্যাণ সিংহ তবে এ মুহূর্তে রাজ্যপালে আগ্রহী নয়।
কল্যাণ সিংহ চাইছেন ১৯১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন করে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করা। কল্যাণের পাশাপাশি রাম নায়েক, কেশরীনাথ ত্রিপাঠীর মতো বর্ষীয়ান নেতাদের রাজ্যপাল করে রাজ্যে রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগেই রাজ্যপাল নিয়োগের বিষয়টি সেরে ফেলতে চায় বিজেপি। সংবিধান অনুযায়ী, রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রেরই।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪