কলকাতা: ভারতে সহজ করা হচ্ছে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। আগের মতো দুই স্তরের পুলিশি অনুসন্ধান পক্রিয়ার বদলে চালু হচ্ছে একট স্তরের অনুসন্ধান প্রক্রিয়া।
পুলিশি অনুসন্ধান প্রক্রিয়া থেকে বাদ যাবে শিশু, সরকারি কর্মচারী এবং বৃদ্ধরা। সাত দিনের মধ্যে পুলিশকে তার অনুসন্ধান তথ্য জানাতে হবে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি অনুসন্ধান নিয়ে ভারতের সবকটি রাজ্যেই বিলম্বের অভিযোগ ছিল।
মনে করা হচ্ছে এই পদ্ধতি কার্যকর হলে পাসপোর্ট পাবার ক্ষেত্রে সময় অনেকটাই কমে যাবে। পাশাপাশি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও এই পদ্ধতিতে কম সময় লাগবে।
সাধারণত নবায়নের সময় আবার নতুন করে পুলিশি অনুসন্ধান করা হয়। কিন্তু নতুন নিয়মে প্রথম পুলিশি অনুসন্ধানে কোনো সমস্যা না থাকলে আবার পুলিশি অনুসন্ধানের প্রয়োজন পড়বে না।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪