ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শারদ উৎসবে বিদেশিদের জন্য প্যাকেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
শারদ উৎসবে বিদেশিদের জন্য প্যাকেজ

কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের শারদ উৎসব এবার আন্তর্জাতিক ভ্রমণ মানচিত্রে জায়গা করে নিতে চলছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের শারদ উৎসবকে তিনি বিশ্বের দরবারে হাজির করতে চান।



সেই ইচ্ছাকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর বিশ্বের প্রতিটি দেশের নাগরিকদের জন্য শারদ উৎসব দেখার বিশেষ প্যাকেজ ঘোষণা করছে।

আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের ওয়েব সাইটে এই সম্পর্কিত তথ্য জানা যাবে। পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু বলেন সরকারি অতিথি নিবাসে পর্যটকদের থাকার বিশেষ ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে সরকারের ব্যবস্থাপনায় প্রতিদিন শারদ উৎসব দেখানোর ব্যবস্থা।

পশ্চিমবঙ্গের শারদ উৎসব দেখতে প্রতি বছরই বহু বিদেশি পর্যটক আসেন। কিন্তু সরকারি উদ্যোগে এই ধরনের পরিকল্পনা এই প্রথম। পর্যটন মন্ত্রী জানান রাজ্য সরকার আশা করছেন এই উদ্যোগের প্রতি যথেষ্ট সাড়া পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।