ঢাকা: ‘পশ্চিমবাংলার ভাঁড়ার শূন্যই থেকে গেল মোদী সরকারের রেল বাজেটে। ’ এমনই অভিযোগ আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবাংলা বঞ্চিত হওয়ায় সংসদেই তীব্র প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্ট-এ বাংলার বঞ্চনা নিয়ে তীব্র প্রতিবাদ জানান।
তিনি লিখেছেন, 'আজকের দিনের পরিপ্রেক্ষিতে এত বঞ্চনা, এত লাঞ্ছনা, কখনো কি দেখেছে কেউ? কেন্দ্রের নতুন সরকারের হাতে বঞ্চিত ও লাঞ্ছিত বাংলা। ' এদিন এক জনসভায় দাঁড়িয়েও রেলবাজেট নিয়ে করা সমালোচনা করেছেন তিনি। এই রেল বাজেটকে প্রতারণার বাজেট বলে অভিহিত করেছেন তিনি। জনসভায় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্পগুলি ঘোষণা করেছিলেন সেগুলিকেই আবার নতুন করে ঘোষণা করা হয়েছে। এমনকি 'হীরক চতুর্ভূজ' নাম যে প্রকল্প ঘোষণা করা হয়েছে তাতে বাংলার নাম কোথাও নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
একটিমাত্র ট্রেন দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভিক্ষে চায়না। যে ট্রেন বাংলাকে দেওয় হয়েছে তা ফেরত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশল বা মল্লিকার্জুন খাড়গের রেলবাজেটেও যেমন বিশেষ স্থান পায়নি বাংলার ভাঁড়ার, তেমনই শেষ অন্তর্বর্তীকালীন রেলবাজেটেও অধীরগড় মুর্শিদাবাদ ছাড়া ব্রাত্যই রয়ে গিয়েছিল বাংলা৷ তাই নতুন রেলমন্ত্রীর বাজেটে এ রাজ্যে থমকে থাকা প্রকল্পগুলির কী হবে বিরাট প্রশ্নচিহ্ন রয়ে গেল।
** মমতা বললেন রেল নিয়ে এত বঞ্চনা
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪