কলকাতা: মঙ্গলবার পেশ হয়েছে মোদী সরকারের প্রথম রেল বাজেট। বাজেট প্রকাশ হওয়ার পর তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের কাছে এই বাজেট বঞ্চনার বাজেট।
রেল বাজেটের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন বামরাও। বেসরকারিকরণের বিরুদ্ধে তারা জোরালো সমালোচনাও করছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রীয় রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার সুরে সুর মিলিয়ে বলেছেন, নতুন প্রকল্প নয় আগের ঘোষিত প্রকল্পগুলো সম্পন্ন করাই এ বাজেটের লক্ষ্য।
তবে রেল বাজেটে খুশি হয়েছেন পশ্চিমবঙ্গের নিত্য যাত্রীরা। কলকাতার শিয়ালদহ স্টেশনে যাত্রীরা বাংলানিউজকে বলেন, যাত্রী সুরক্ষার বিষয়ে রেল কর্তৃপক্ষ নজর দিলে বেশি ভাড়া দিতে তাদের আপত্তি নেই।
তবে আরেক দল যাত্রী বলেছেন, নিম্ন শ্রেণির মানুষ রেলে যাতায়াত করেন। তাদের অন্ন সংস্থান নির্ভর করে রেল যোগাযোগের ওপর। তাদের কাছে এই বাড়তি ভাড়া আলাদা আর্থিক বোঝা বয়ে আনবে।
নারী যাত্রীরা বলেন, আমাদের প্রথম এবং প্রধান দাবি নিরাপত্তা। এছাড়া আোদের জন্য রেলের বগিও বাড়াতে হবে।
এগুলো না বাড়িয়ে রেলের ভাড়া বৃদ্ধি করায় তারা বেশ হতাশও বলে জানালেন।
এদিকে সব স্টেশনে বৃদ্ধদের জন্য বিশেষ ব্যবস্থা, চলমান সিঁড়ি এবং মালপত্র বহনের বিশেষ ব্যবস্থার ঘোষণা দেওয়ায় বেশ খুশি বয়স্ক নিত্য যাত্রীরা।
রাজনৈতিক বিতর্ক চললেও মোটের উপর রেল বাজট নিয়ে খুশি পশ্চিমবঙ্গের রেলের নিত্য যাত্রীরা। নতুন সরকার রেল পরিসেবার মানোন্নয়ন করারও দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০৯ , ২০১৪