ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা পৌরসভার ইফতারে মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
কলকাতা পৌরসভার ইফতারে মমতা

কলকাতা: কলকাতায় এক ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পৌরসভার উদ্যোগে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।



রোববারের ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা।

ইফতার উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, গোটা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গের ইসলাম ধর্মের মানুষরা পবিত্র রমজান পালন করছেন। তিনি বলেন, রমজান পালনের সুবিধার জন্য রাজ্যের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, পশ্চিমবঙ্গ সমস্ত ধর্মের পারস্পারিক সম্প্রীতির একটি দৃষ্টান্ত। তিনি বলেন, তার সরকার পশ্চিমবঙ্গে সংখ্যালঘু জনগণের জন্য বিশেষভাবে প্রচেষ্টা করেছেন। আগামী দিনেও পশ্চিমবঙ্গের সংখ্যালঘু জনগণের উন্নয়নের জন্য তার সরকার কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

তিনি ঈদ উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা জানান।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে বিরাট অংশের মানুষ রমজান পালন করেন। তাদের সুযোগ-সুবিধার দিকে সরকার সর্বদা নজর রেখেছে। তিনি সকল পশ্চিমবঙ্গবাসীকে ইদের আগাম শুভেচ্ছা জানান।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, কলকাতা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছরই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, কলকাতার মানুষদের জন্য রমজানের সময় সেবায় বিশেষ নজর দিচ্ছে কলকাতা পৌরসভা। তিনি রমজান এবং ঈদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।