কলকাতা: কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে শনিবার এক ইফতার পার্টির আয়োজন করা হয়।
উপ হাই কমিশন চত্বরে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়।
এতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়, সংসদ সদস্য মুহম্মদ নুরুজ্জামান, সংসস সদস্য নাদিমুল হক, জাতীয় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, বিজেপি নেতা তথাগত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অথিতি হিসেবে ছিলেন চীন, জাপান এবং ফ্রান্সের কনসাল জেনারেল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালির ডেপুটি কনসাল জেনারেলসহ বিশিষ্ট ব্যক্তিরাও।
উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার আলোক সেন, পশ্চিমবঙ্গের হজ কমিটির পক্ষে থেকে মৌলানা বরকতি, বাংলাদেশের সংসদ সদস্য তানভীর ইমাম প্রমুখ।
বাংলাদেশের উপ হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, রমজানে ইফতার এক পবিত্র এবং আনন্দের একটি অনুষ্ঠান।
তিনি পবিত্র রমজান এবং আগাম ঈদের শুভেচ্ছা জানান সবাইকে।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪