ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরকীয়ার জেরে কালিম্পংয়ে ৩ খুন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
পরকীয়ার জেরে কালিম্পংয়ে ৩ খুন ছবি : প্রতীকী

ঢাকা: পরকীয়ার জেরে খুন হল তিনজন। এ ঘটনা শিলিগুড়ির কালিম্পংয়ের চারখোলায়।

স্ত্রী’র সঙ্গে পরিচারকের ঘনিষ্ঠতা বুঝতে পেরে কৃষ্ণবাহাদুর গুরুং দু’জনকে আলাদা করার চেষ্টা করে ব্যর্থ হন।

তাতেও ফল না মেলায় বাড়িতেই বসিয়ে ছিলেন সালিশিসভা৷ সেই সভার ফতোয়ায় তল্পিতল্পা গুটিয়ে সংসারে ভাঙন ধরানো পরিচারককে ওই বাড়িই নয় গ্রামছাড়াও করা হয়৷

পরিচারক তারই প্রতিশোধ নিতে কয়েকদিন পর গ্রামে ফিরে এসে কুকরি দিয়ে কুপিয়ে কৃষ্ণবাহাদুর গুরুংকে খুন করে তেজবাহাদুর৷ তার রোষের হাত থেকে নিস্তার মেলেনি মনিবের স্ত্রী ও এক প্রতিবেশি মহিলার৷ কালিম্পংয়ের চারখোলায় এই চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ঘটে শুক্রবার রাতে৷ 

শুক্রবার মধ্য রাত৷ অন্যদিনের মতো খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন কৃষ্ণবাহাদুর গুরুং (৫৪)৷ পাশেই শুয়ে ছিলেন স্ত্রী অঞ্জনা (৪২)৷ অন্যঘরে ছিলেন প্রতিবেশী মহিলা মনমায়া গুরুং (৫২)৷ ওই রাতে ফিরে আসে পরিচারক তেজবাহাদুর রাই৷

বাইরে থেকে কড়া নাড়তেই দরজা খুলে দেন কৃষ্ণবাহাদুর৷ দরজা খুলে কিছু বুঝে ওঠার আগেই কুকুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে তেজবাহাদুর৷ তার আর্তনাদে ঘুম ভেঙে যায় অঞ্জনাদেবীর৷ বাধা দেওয়ার চেষ্টা করতেই তাঁর পেটেও কুকরি ঢুকিয়ে দেয় সে৷ তার চিত্কারে ছুটে আসা মনমায়াদেবীও রেহাই পাননি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের৷

এই খুনের সাক্ষী কৃষ্ণবাহাদুরের দুই মেয়ে অশিন (১২) ও মালতী (৫)৷ তারাই গোটা ঘটনার বিবরণ দিয়েছে পুলিশকে৷ জানিয়েছে, খুনের পর অভিযুক্ত তেজবাহাদুর ভোরের আলো ফোটার আগেই রক্তমাখা কুকরি ও বাড়িতে থাকা টাকা-পয়সা নিয়ে চম্পট দেয়৷  

কালিম্পংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অঞ্জলি সিং বলেন, অভিযুক্ত ওই পরিচারক মনিবের স্ত্রী'র ঘনিষ্ঠ হয়ে পড়ে৷ সে চার বছর ধরে ওই বাড়িতেই ছিল৷ সালিশিসভায় তেজবাহাদুর রাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়৷ কিন্তু ফোনে দু'জনের যোগাযোগ ছিল৷

ক'দিন সিকিমে থেকে বৃহস্পতিবার ফের ওই গ্রামে ফিরে আসে তেজবাহাদুর৷ কালিম্পং থানার আইসি অচিন্ত্য গুপ্ত বলেন, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে৷ 

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।