কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে উত্তর প্রদেশের সাবেক বিধান সভার স্পিকার কেশরী নাথ ত্রিপাঠীকে নিয়োগ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে আর নারায়ণ পদত্যাগ করেছেন।
সোমবার রাষ্ট্রপতি কার্যালয় পশ্চিমবঙ্গের ২৫তম রাজ্যপাল ছাড়াও ভারতের আরও চারটি রাজ্যের রাজ্যপালের নাম ঘোষণা করা হয়। যাদের মধ্যে সবাই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেষ্ঠ্য নেতা।
কেশরী নাথ ত্রিপাঠী উত্তরপ্রদেশের অর্থমন্ত্রীও ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়োগ নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা গিয়েছিল। একাধিক ব্যক্তির নাম রাজ্যপাল হিসেবে সামনে এলেও অবশেষে কেশরী নাথ ত্রিপাঠী-এর নাম চূড়ান্ত করা হয়।
তিনি উত্তর প্রদেশের পাঁচবারের নির্বাচিত বিধায়ক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ১৪ জুলাই , ২০১৪