কলকাতা: তাপস পালের করা কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা উচ্চ আদালতে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের করা মামলা খারিজ করার আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার কলকাতা উচ্চ আদালতে রাজ্য সরকারের আইনজীবী এই আবেদন জানান।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস দলের লোকসভার সাংসদ তাপস পাল গত জুন মাসে নদীয়ার পরপর ৪টি জনসভায় বিরোধীদের উদ্দেশ্যে খুনের এবং ধর্ষণের হুমকি দেন। তাপস পালের এই মন্তব্যের পর গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়।
এরপর কলকাতা উচ্চ আদালতে এবং ভারতের সর্বোচ্চ আদালতে তাপস পালের বিরুদ্ধে দু’টি আলাদা মামলা দায়ের করা হয়। রাজ্য সরকারের তরফে কলকাতা উচ্চ আদালতে আবেদন করে বলা হয়, যেহেতু ভারতের সর্বোচ্চ আদালতে এই একই অভিযোগে মামলা চলছে তাই কলকাতা উচ্চ আদালতের মামলাটি যেন খারিজ করে দেওয়া হয়।
আদালত উচ্চ আদালতে দায়ের করা মামলার আবেদনপত্র চাইলে সরকার পক্ষের আইনজীবী কয়েকদিন সময় চান।
এর আগেই চিঠি দিয়ে দলের কাছে ক্ষমা চেয়েছেন তাপস পাল। কিন্তু বিরোধী দলগুলোর তরফে তাপস পালের সাংসদ পদ বাতিলের দাবি ওঠে। এই নিয়ে তারা সংসদের অধ্যক্ষের কাছেও হাজির হয়েছিলেন।
আগামী সোমবার সর্বোচ্চ আদালতে আবেদনের প্রমাণপত্র আদালতের সামনে হাজির করা হতে পারে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪