ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের শহীদ দিবসে মিছিলে অবরুদ্ধ কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
তৃণমূলের শহীদ দিবসে মিছিলে অবরুদ্ধ কলকাতা ছবি: সংগৃহীত

কলকাতা: প্রতি বছরের মত এই বছরও কলকাতার ধর্মতলা এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকে ২১ জুলাই, ‘শহীদ দিবস’ পালন করা হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এই উপলক্ষ্যে কলকাতায় হাজির হয়েছেন।



কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বিশাল মাপের মিছিল সকাল থেকেই ধর্মতলা অঞ্চলে আসতে শুরু করেছে। রেলপথেও বিভিন্ন জেলা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে হাজারে হাজারে মানুষ এই জনসভায় হাজির হচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই শহীদ দিবসের মঞ্চেই পালন করা হবে লোকসভা নির্বাচনের বিজয় উৎসব। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শহীদ পরিবারের লোকজনেরা সভায় থাকবেন বলে তৃণমূল সূত্রে জানা গেছে।

কলকাতার বিভিন্ন প্রান্ত থকে আসা মিছিল গুলিরফলে কাজের সময় গোটা কলকাতায় ব্যাপক যানজটের চিত্র দেখা গেছে। অনেক ক্ষেত্রেই রাস্তার দুটি দিক বন্ধ করে দিয়ে মিছিল আসার ছবি চোখে পড়েছে।

কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এই বিশাল সভার ফলে উত্তর এবং দক্ষিণ কলকাতার যান চলাচল ব্যবস্থা প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। সময় গড়াবার সাথে সাথে এই সমস্যা আরও প্রকট হবে বলেই মনে করা হচ্ছে।

কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে অতিরিক্ত ২০ হাজার পুলিশ রাস্তায় থাকবে। সঙ্গে থাকবে র‌্যাপিড অ্যাকশন ফোর্স  ও কমব্যাট ফোর্সের জওয়ানরা।

তবে কলকাতার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেল বাস, ট্রাম, ট্যাক্সি প্রায় অচল। একমাত্র রাস্তা পায়ে হাঁটা। স্কুল ফিরতি ছাত্র-ছাত্রী, অসুস্থ মানুষ এবং কাজে রাস্তায় হাজির হওয়া কলকাতাবাসীরা শহরের এই অবরুদ্ধ দশার জন্য অনেক ক্ষেত্রেই যথেষ্ট বিরক্ত প্রকাশ করছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।