ঢাকা: ভারতের ব্যাঙ্গালোরে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ল্যাপটপ থেকে মিলল পর্নোগ্রাফির একগাদা ভিডিও। ধর্ষণে অভিযুক্ত ৩০ বছরের এই স্কেটিং শিক্ষককে সোমবার আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুস্তাফা ওরফে মুন্না। মুস্তাফা বিহারের ছেলে। গত কুড়ি বছর ধরে সে ব্যাঙ্গালোরে রয়েছে।
এর আগে ওই ধর্ষক যেস্কুলে কাজ করত, সেখানেও তার বিরুদ্ধে ধর্ষণ-শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেন ব্যঙ্গালোরের পুলিশ কমিশনার রাঘবেন্দ্র আউরেদকার।
অভিযুক্তকে গ্রেফতার করার পর তল্লাশি চালানোর পর তার একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিশ। সেই ল্যাপটপ তল্লাশি করে মেলে বেশ কয়েকটি পর্নোগ্রাফির ভিডিও। যার মধ্যে অধিকাংশতেই রয়েছে ছোট ছোট বাচ্চাকে নৃশংসভাবে ধর্ষণের দৃশ্য। এ থেকে পুলিশের অনুমান, মানসিক বিকৃতি থেকে এই কাজ করেছিল মুস্তাফা।
এই ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় ব্যাঙ্গালোর৷ অভিশপ্ত স্কুলের বাইরে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে লাঠি চালায় পুলিশ৷ জনতার বিক্ষোভ পুলিশের বেরিকেড ভেঙ্গে ফেলে। ছ’বছরের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় পথে নামে বাগিচা শহরের বহু মানুষ।
শুধু ওই স্কুলের অভিভাবকেরাই নন, যোগ দিয়েছিলেন আশপাশের বহু স্কুলের ছাত্র-ছাত্রীর বাবা-মা-পরিজন। বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও।
তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। কোনওটায় লেখা ‘দ্রুত বিচার চাই’। কোনটায় আবার সরাসরি আক্রমণ, ‘যারা একটা ছ’বছরের শিশুর সঙ্গে এমন করতে পারে, তাদের যৌনাঙ্গ কেটে দেওয়া হোক! ওটাই একমাত্র শাস্তি। ’
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪