ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে দায়ী করলো বিজেপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে দায়ী করলো বিজেপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দায়ী করলো রাজ্য বিজেপি।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গের সভাপতি রাহুল সিনহা  বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যার দুটি কারণ রয়েছে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে অনুপ্রবেশের বিষয়টি সমর্থন করেন এবং দ্বিতীয়টি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতিকেই বেশি প্রাধান্য দেন।



প্রথম বিদেশ সফর সিঙ্গাপুর যাত্রা শেষ করে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন মমা।

ঠিক এরপরেই বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।

লোকসভা নির্বাচনের প্রচার পর্বে অনুপ্রবেশ ইস্যু নিয়ে মোদী –মমতা বাকযুদ্ধ তুঙ্গে উঠেছিল। তবে মোদী সরকারের দুই মাস অতিক্রম হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্টরা ধারণা করছিলেন, এই যুদ্ধের সম্ভবত সাময়িক বিরতি হচ্ছে।

তবে লোকসভা অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু এর দেওয়া পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরই ফের অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজ্য বিজেপি সরাসরি আক্রমণ করলো।

লোকসভা অধিবেশনে কিরণ রিজিজু জানান, চলতি বছরের জুন মাস পর্যন্ত অনুপ্রবেশের অভিযোগে ১ হাজার ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানায়, অনুপ্রবেশ সমস্যায় প্রথম স্থানেই আছে পশ্চিমবঙ্গের নাম। এছাড়া ত্রিপুরা এবং মেঘালয়েও যথেষ্ঠ অনুপ্রবেশ ঘটছে।

বিজেপি সূত্রের দাবি, ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে। এতেই বোঝা যায়, কীভাবে গত দুই বছরে পশ্চিমবঙ্গে এই সমস্যা বৃদ্ধি পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুপ্রবেশ ইস্যু নিয়ে আগামী দিনেও তৃণমূল সরকারে বিরুদ্ধে আক্রমণ শানাবে বিজেপি।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।