ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরিবেশ রক্ষায় কলকাতায় সেনাবাহিনীর ‘ও২০০০’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
পরিবেশ রক্ষায় কলকাতায় সেনাবাহিনীর ‘ও২০০০’

কলকাতা: পরিবেশ রক্ষার নজির গড়ল ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় শাখা। কলকাতার ফুসফুস বলে পরিচিত ময়দান এলাকায় ২৫টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে বৃক্ষ রোপণ করলেন সেনা সদস্যরা।



সেনাবাহিনীর এই উদ্যোগে হাত মিলিয়ে ছিল কলকাতা পুরসভা, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগসহ এন সি সি-এর সদস্যরাও।

‘ও২০০০’ নামের এই পরিবেশ রক্ষা অভিযানের সূচনা করেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামন ধাওয়ান। ২০০০টি গাছ রোপণ করা এবং সামগ্রিক পরিবেশ রক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

কলকাতা ময়দানের সবুজ রক্ষার দায়িত্ব দীর্ঘদিন ধরে সেনাবাহিনী পালন করে আসছে। তবে সবুজ রক্ষার এই সম্মিলিত প্রয়াস শুধু কলকাতার পরিবেশকে আরও বেশি সবুজ করবে না, সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তৈরি করবে পরিবেশ সচেতনতা। এমনটাই মনে করছে সেনাবাহিনী।

এ উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকরা যথেষ্ট খুশি। সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই ধরনের সম্মিলিত উদ্যোগ সেনাবাহিনীর তরফে আবারও নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।