ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গাজায় ইজরায়েলি হামলার বিরুদ্ধে মিছিল কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
গাজায় ইজরায়েলি হামলার বিরুদ্ধে মিছিল কলকাতায়

কলকাতা: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইজরায়েলি হামলার বিরুদ্ধে আবার পথে নামল কলকাতা।

উর্দু ভাষাভাষীদের একটি সংগঠনের নেতৃত্বে এই হামলার প্রতিবাদে পা মেলালো কলকাতার সাধারণ নাগরিকরা।



মিছিলের বিভিন্ন পোস্টার ব্যানারে ছিলো ইজরায়েলের আক্রমণবিরোধী প্রচার। ইজরায়েলের মদতদাতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন মিছিলে হাজির কলকাতার নাগরিকরা।

মিছিলকারীরা এই মুহূর্তে আক্রমণ বন্ধের দাবি জানিয়ে বলেন, প্রতিদিন সেখানে প্রাণ হারাচ্ছে নিরীহ সাধারণ মানুষ, কিন্তু ভারতের তরফে সরকারিভাবে এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না।

মিছিলকারীরা ইজরায়েলি হামলার বিরুদ্ধে ভারত সরকারের নীরব থাকার নীতিকে সমালোচনা করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।