ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উত্তর প্রদেশে কারফিউ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
ভারতের উত্তর প্রদেশে কারফিউ প্রত্যাহার

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের শাহারানপুরে শিখ-মুসলমান সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হওয়ার ঘটনায় জারি করা কারফিউ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকেলে এ কারফিউ প্রত্যাহার করা হয়।



মূলত শনিবার দু'পক্ষের এ সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় শিখরা একটি বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ কাজে হাত দিলে সেখানকার মুসলিমরা তাতে বাধা দেয়। এর ফলে দু’পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এ সময় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করা হয়।

আর এ ঘটনায় সর্ব মোট ৩৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

কারফিউ প্রত্যাহার হলেও সেখানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।