কলকাতা: জাপানিজ এনসেফেলাইটিস-এ আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
বুধবার উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আরো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বেসরকারি হিসেবে ১৩৩ জনে।
ইতোমধ্যে ভারত সরকারের পক্ষে একটি প্রতিনিধি দলকে আক্রান্ত জেলাগুলোতে পাঠানো হয়েছে। তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেবে।
এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুকর ধরার অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে শুকর খামারের মালিকদের কাছ থেকে শুকর গুলো কিনে নেওবার নির্দেশ দিয়েছেন। তবে এ নিয়ে বিস্তর অভিযোগ শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখে।
শুকর গুলোকে যে জায়গায় এনে বন্দি করে রাখা হয়েছে উত্তরবঙ্গের সেই অংশের জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। খবরে প্রকাশ ওই শুকরগুলোর মধ্যে কয়েকটির মৃত্যুর হওয়ায় ওইসব অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যেই রাজ্য সরকারের বিশেষ প্রতিনিধি দল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ঘুরে দেখেছে।
কিন্তু ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গোটা রাজ্য জুড়ে আতঙ্কের মেঘ জমা হয়েছে।
** কলকাতায় এনসেফেলাইটিসের থাবায় একজনের প্রাণহানি
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪