কলকাতা: পশ্চিমবঙ্গের পঞ্জি স্কিম প্রতারণা মামলার (সারদা কাণ্ড) সমস্ত নথি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) হাতে তুলে দেওয়ার শেষ দিন ৩১ জুলাই, বৃহস্পতিবার।
প্রায় ১৬শ’ কোটি টাকার প্রতারণা মামালায় প্রায় ১০ লাখের বেশি মানুষ প্রতারিত হয়।
নথির মধ্যে অতি গুরুত্বপূর্ণ কিছু নথি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মামালার প্রথম থেকে সারদা গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক যোগাযোগের অভিযোগ সামনে এসেছে। গ্রেফতার হয়েছেন শাসক দলের বহিষ্কৃত সংসদ সদস্য কুণাল ঘোষ। জেরা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য অর্পিতা ঘোষকেও।
এই প্রসঙ্গেই জেরা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
তদন্তে উঠে এসেছে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের একটি নোটবুকের কথা। যেখানে তিনি লিখে রাখতেন তার সমস্ত লেনদেনের হিসাব। এই নোটবুক সামনে এলেই প্রকাশ পাবে কোন কোন রাজনীতিবিদ সারদা কর্তার কাছ থেকে অর্থ নিয়েছেন।
এছাড়াও তার ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার প্রভৃতি সিবিআই’র হাতে তুলে দেওয়ার শেষ দিনও ৩১ জুলাই।
মনে করা হচ্ছে সমস্ত নথি সিবিআই’র হাতে এসে পৌঁছালে জানা যাবে এই কাণ্ডে আরও কে কে জড়িত।
ইতোমধ্যেই সুদীপ্ত সেন ও কুণাল ঘোষ ছড়াও গ্রেফতার হয়েছেন সুদীপ্ত সেনের সহকারী দেবযানী মুখার্জি, স্ত্রী ও পুত্র।
পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়ের আগেই তারা সমস্ত নথি সিবিআই’র হাতে তুলে দেবে। এখন দেখার অপেক্ষা এই সমস্ত নথি হাতে এলে তদন্ত কোন দিকে মোড় নেয়।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪