কলকাতা: কলকাতা মেট্রো রেলে আবার বিপত্তি। সেন্ট্রাল স্টেশনের কাছে মেট্রো রেলের একটি বগিতে আগুন ধরে যায়।
অফিস টাইমে এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আতঙ্কিত যাত্রীরা চিৎকার করতে থাকেন। সেন্ট্রাল স্টেশনে ট্রেন খালি করে দেওয়া হয়।
ট্রেন থেকে নেমে তাড়াহুড়া করে বেরোবার সময় যথেষ্ট ধাক্কাধাক্কি হয়। ভয়ে অনেক যাত্রী ছোটাছুটি করতে থাকেন। এর পরেই নিরাপত্তা কর্মীরা হাজির হয়ে আগুন আয়ত্তে আনেন। বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বিঘ্নিত হয়।
যাত্রীরা বাংলানিউজ২৪-কে জানান গত কয়েক সপ্তাহের মধ্যে মেট্রোতে এই ধরনের বিপত্তি বারে বারে দেখা দিচ্ছে। তাদের মতে মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তার বিষয়টিতে একেবারে উদাসীন।
উপস্থিত যাত্রীরা আরও জানান যাত্রী ভাড়া প্রচুর পরিমাণে বৃদ্ধি করা হলেও পরিষেবার মান, যাত্রী সুরক্ষা ইত্যাদি বিষয় যথেষ্ট অবহেলিত। তাদের অনেকের মতে উৎসবের মরশুমে এই ধরনের সমস্যা চলতে থাকলে যে কোন দিন বড় মাপের বিপদ ঘটে যেতে পারে কলকাতা মেট্রো রেলে।
চেষ্টা করেও মেট্রো রেলের কোন আধিকারিকের কাছ থকে এই বিষয়ে কোন তথ্য জানতে পারা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪