ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দু’দিনের সফরে রোববার নেপাল যাচ্ছেন মোদী

প্রসনজিত দাশ গুপ্ত, নয়াদিল্লী থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
দু’দিনের সফরে রোববার নেপাল যাচ্ছেন মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লী: দু’দিনের সরকারি সফরে রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নেপাল ও ভারতের মধ্যে অভ্যন্তরীন রাজনীতি ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে মোদীর এ বিশেষ সফর বলে জানিয়েছে সূত্র।



রোববার বিকেলে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ চার্টার্ড উড়োজাহাজে কাঠমান্ডু পৌঁছাবেন মোদী। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহেন্দ্র বাহাদুর পান্ডেসহ নেপাল সরকারের বিশিষ্ট কর্মকর্তারা।

এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার দেওয়া হবে। এরপর একে একে নেপালের রাষ্ট্রপতি ড. রামবরণ যাদব ও নেপাল প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে দেখা করবেন মোদী।

মোদীর সঙ্গে সাক্ষাতকারের তালিকায় রয়েছেন নেপাল পার্লামেন্টের স্পিকার সুভাষ চন্দ্র নেমবঙ্গ ও বিরোধী দলের শীর্ষ নেতারা।
 
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।