ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ১৫ সদস্যের হজ কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
পশ্চিমবঙ্গে ১৫ সদস্যের হজ কমিটি ছবি: সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গে ১৫ সদস্য বিশিষ্ট নতুন হজ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি  পশ্চিমবঙ্গ থেকে হজ করতে আগ্রহীদের সমস্ত বিষয় দেখভাল করবে বলে জানা গেছে।



নতুন এ হজ কমিটিতে কলকাতার নাখোদা মসজিদের ইমাম মহম্মদ শাফি কাসেমি ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য শেখ নুরুল ইসলামও যোগ দিয়েছেন।

শেখ নুরুল ইসলাম কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই কমিটিতে আরও আছেন তৃণমূলের অপর সংসদ সদস্য সুলতান আহমেদ এবং তৃণমূল কংগ্রেসের ২৪ পরগনা  জেলা পরিষদের সভাপতি শামিমা শেখ।

কমিটির সূত্র থেকে জানা গেছে, সামনেই হজ চলে আসায় কমিটি খুব দ্রুত বৈঠক করে কাজ কর্মের রূপরেখা তৈরি করবে।

এর আগে পশ্চিমবঙ্গের হজ কমিটি ছিলো ১০ সদস্য বিশিষ্ট । কাজের সুবিধার জন্য এই বছর আরও পাঁচ জন নতুন সদস্যকে হজ কমিটিতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।