কলকাতা: জাপানিজ এনসেফেলাইটিস ভাইরাসে এবার আক্রান্ত হল পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প। শারদ উৎসবের মুখে বিপুল পরিমাণে উত্তরবঙ্গের টিকেট বাতিল করা হয়েছে বলে ভ্রমণ কোম্পানিগুলো জানিয়েছে।
তারা জানিয়েছে, প্রতিদিনই ব্যাপক হারে ডুয়ার্সের বুকিং বাতিল হচ্ছে। বাতিল হচ্ছে দার্জিলিং, কালিংপং –এর বুকিংও। তবে সবচেয়ে বেশি বাতিল হচ্ছে ডুয়ার্সের টিকেট।
শুধু দেশীয় পর্যটকরাই নন, বিদেশিরাও বুকিং বাতিল করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এতে ব্যাপক ভাবে অর্থনৈতিক ক্ষতি হবে ওই সব অঞ্চলের পর্যটন বাণিজ্যের। ডুয়ার্সের লাটগুরিতেই আছে তিরিশটির বেশি হোটেল।
হোটেল মালিকদের সূত্রে জানা যায়, ঈদ এবং শারদ উৎসবের সময় সাধারণত হোটেলগুলো ১০০ শতাংশ বুকিং থাকলেও বর্তমানে হোটেল প্রায় ফাঁকা।
শুধু হোটেল নয়, সমস্যার মুখে পড়েছে ওই অঞ্চলের গাড়ি, হাতির পিঠে চরিয়ে জঙ্গল ভ্রমণের এজেন্সিগুলোও।
ভরা মৌসুমে তাদের কাছে জাপানিজ এনসেফেলাইটিস একধারে আক্রান্ত হবার আতঙ্ক অন্য দিকে জীবিকা উপার্জনের সমস্যা ডেকে এনেছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ০৫ , ২০১৪