কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৫৩টি গানকে কবিতার আকারে বাংলা এবং ইংরেজি ভাষায় একটি বইয়ের মাধ্যমে প্রকাশ করলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষী দাসগুপ্ত।
কলকাতার 'কোয়েস্ট' শপিং মলের ‘স্টার মার্ক’ পুস্তক বিপণিতে এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
এই বইটির নামকরণ করা হয়েছে ‘গ্যালাক্সি’। কবিগুরুর গান নিয়ে এই ধরনের প্রয়াস এই প্রথম বলে দাবি করেছেন শিল্পী। তিনি আসা প্রকাশ করেন এই বই বাংলা এবং ইংরেজি রবীন্দ্রপ্রেমী পাঠক মহলের কাছে সমাদৃত হবে।
বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন কবি জয় গোস্বামী, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল প্রমুখ বিশিষ্ট গুণিজনেরা।
বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪