ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জাপানি এনসেফ্যালাইটিসে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৫৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
জাপানি এনসেফ্যালাইটিসে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৫৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গে জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে শিশুসহ এ পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু উত্তরবঙ্গ মেডিকেলেই প্রাণহানি ঘটেছে ১০৫ জনের।



তবে আক্রান্ত এলাকায় স্বাস্থ্য দফতরের ছুটি বাতিলের নির্দেশ সত্ত্বেও উত্তরবঙ্গ মেডিকেলের বিভিন্ন বিভাগে কর্মীর সংখ্যা কম বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। এ নিয়ে তাদের মধ্যে বেশ ক্ষোভও লক্ষ্য করা গেছে।

এরমধ্যে উত্তরবঙ্গের বাসিন্দা উমেশ সিং নামে এক রোগীর মৃত্যু নিয়ে জলপাইগুড়ি হাসপাতালের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

তাদের অভিযোগ, মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া উল্লেখ করা হলেও আসলে জাপানি এনসেফ্যালাইটিসেই উমেশের মৃত্যু হয়েছে।

এর আগেই তথ্য গোপন এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে চার স্বাস্থ্য কর্মকর্তাকে সাসপেন্ড করেছে  রাজ্য সরকার।
ফের তথ্য গোপনের অভিযোগ উঠেছে এক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার অনুপ রায়কে সাসপেন্ড করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কলেজের চিকিৎসকরা। এতে চিকিৎসা ব্যবস্থায় সমস্যা হচ্ছে বলে  হাসপাতাল সূত্র জানিয়েছে।

তবে সরকারিভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, উত্তরবঙ্গসহ রাজ্যের বিভিন্ন এলাকায় রোগের প্রতিষেধক হিসেবে টিকা দেওয়া শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৭ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।