কলকাতা: তথ্য প্রযুক্তি নিয়ে ভারতের সঙ্গে এক সঙ্গে কাজ করার কথা বললেন টেলিকম এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার কলকাতার একটি হোটেলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বর্তমান পৃথিবীতে অর্থনৈতিক সম্রাজ্য নয়, তথ্য প্রযুক্তির সম্রাজ্য কায়েম হয়েছে। আজকের দিনে আইটি ছাড়া উন্নতি সম্ভব নয়।
তিনি বলেন, ভারত তথ্য প্রযুক্তিতে দক্ষিণ এশিয়ার মধ্যে যথেষ্ঠ উন্নত। তাই এক্ষেত্রে বাংলাদেশের এক সঙ্গে কাজ করা যায়। এতে দুদেশের আই টি সেক্টর লাভবান হবে।
এসময় সাইবার সুরক্ষায় অভিজ্ঞ ভারতের সহায়তা বাংলাদেশের প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই। কিছু বিষয় অমীমাংসিত আছে। আশা করছি অতি দ্রুত তা সমাধান হবে।
তিস্তা সমস্যার সমাধানের আশা প্রকাশ করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, রাজনৈতিকভাবে ভাগ হলেও মানবিকভাবে কোনো ভাগাভাগি হয়নি। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের কথা চিন্তা করে হয়তো তিস্তা চুক্তিতে সই করছে না। বিষয়টি নিয়ে দ্রুত সমাধানে আসা জরুরি।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রও উপস্থিত ছিলেন। এছাড়া সিআইআই-এর পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান ভীরেশ ওবেরয়, ডিরেক্টর এস রাধাকৃষন, বাংলাদেশের তথ্য প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনার আবিদা ইসলাম ছিলেন।
অনুষ্ঠানে ভারত,বাংলাদেশ,নেপাল, ভুটান যৌথভাবে আই টি নিয়ে কাজ করার একটি পরিকল্পনা ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ০৭ , ২০১৪