কলকাতা: যথাযোগ্য মর্যাদায় কলকাতায় ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়েছে।
এই দিন পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে রাজ্য সরকারের পক্ষ থেকে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পযর্টনমন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু।
এ সময় উপস্থিত আরো ছিলেন অন্যান্য সচিব ও নবান্নর বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
নবান্ন ছাড়াও কলকাতার রবীন্দ্র সদনে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিগুরুকে নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়।
কবিগুরুকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় গান, কবিতা, নাটকের মধ্য দিয়ে।
এই দিন শান্তিনিকেতনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের রবীন্দ্র অনুরাগীরা। তারাও মযার্দার সঙ্গে তার স্মরণে সামিল হন।
এছাড়া কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর স্মরণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪