ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসেফ্যালাইটিস নিয়ে রাজ্যপালের কাছে কংগ্রেস নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
এনসেফ্যালাইটিস নিয়ে রাজ্যপালের কাছে কংগ্রেস নেতারা ছবি: সংগৃহীত

কলকাতা: জাপানি এনসেফ্যালাইটিস নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতারা। তারা জাপানি এনসেফ্যালাইটিস ভাইরাস ও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন।



কংগ্রেসের পক্ষ থেকে জাপানি এনসেফ্যালাইটিস নিয়ে বিধান সভায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার অনুরোধ জানানো হয়।

গোটা উত্তরবঙ্গ পরিদর্শন করে জাপানি এনসেফ্যালাইটিস নিয়ে কংগ্রেসের করা একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

কংগ্রেস নেতা সোহরাব বলেন, রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার অবনতি নিয়েও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগেই কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ছাত্র পরিষদ’-এর পক্ষে রাজ্যপালের কাছে ছাত্র ভর্তি নিয়ে কলেজ গলিতে বিশৃঙ্খলার কথা জানানো হয়। কংগ্রেসের ছাত্র শাখা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠিকে একটি স্মারকলিপি দেয়।

তারা শিক্ষাক্ষেত্রে শান্তি ফিরিয়ে আনতে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।