কলকাতা: কলকাতা সহ পশ্চিমবঙ্গের বাজার গুলিতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে অন্য রাজ্যে আলু রপ্তানিতে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে ।
কলকাতার বাজারগুলিতে আলু ২২-২৪ রুপি কিলো প্রতি দামে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও ১৪-১৫ রুপি প্রতি কিলো দামে সমস্ত বাজারে আলু বিক্রি হচ্ছিল। আলুর দাম কমাতে রাজ্য সরকার বাজারগুলিতে সরকারের তরফে আলু বিক্রির ব্যবস্থা করেছে।
যদিও ১৪ রুপি কিলো দরে সরকারি আলুর জোগান যথেষ্ট নেই বলেই ক্রেতাদের তরফে অভিযোগ করা হচ্ছে। রোববার সকালে বাজারে খোঁজ করে দেখা গেল অনেক আলুর দোকানি তাদের দোকানে আলু বিক্রি করে দিয়েছেন। তাদের মতে পাইকারি বাজারে আলু কিনে সেটি সরকার নির্ধারিত দামে বিক্রি করলে কিলো প্রতি বেশ কয়েক রুপি করে লোকসান হয়ে যাচ্ছে।
এদিকে পাশের রাজ্য উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের দিকে যাওয়া আলুর গাড়িগুলিকে পুলিশি পাহারায় আবার কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন বাজারে বেআইনি মজুত ধরতে এনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার আলু পাঠানো বন্ধ করে দিলে তারা পশ্চিমবঙ্গে সব্জি এবং কয়লা পাঠানোর ক্ষেত্র কড়া অবস্থান নেবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
রপ্তানিকারক সংস্থাগুলি জানিয়েছে এই বছর ভারত থেকে প্রচুর আলু পাকিস্তানে রপ্তানি করা হয়েছে। যেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। আর তার ফলেই আলুর জোগানে টান পড়ছে পশ্চিমবঙ্গে।
আলুর দাম বৃদ্ধির মূল সমস্যার খোঁজ খবর করতে গেলে কলকাতার অন্যতম প্রধান খুচরা বাজার গড়িয়াহাট বাজারের খুচরা বিক্রেতারা জানালেন, খুচরা বাজারে নজরদারি করে সমস্যার সমাধান মিলবে না। সমস্যার মূল লুকিয়ে আছে হিমঘরে জমা থাকা আলুতে।
অপর দিকে আলুর পাইকারি ব্যবসাদাররা জানাচ্ছেন বিভিন্ন রাজ্যের সীমানায় আলুর গাড়ি প্রশাসন আটকে রাখায় পচতে শুরু করেছে আলু। ফলে বিরাট ক্ষতির মুখে পরতে চলেছেন আলুর পাইকারি ব্যবসাদারেরা।
তবে ১৪ রুপি কিলো দরে আলুর বেঁধে দেওয়া দাম থেকে সরকার সরবে না বলে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এই দামে আলু বিক্রি করা সম্ভব নয় বলেই অনেক বাজারেই আলুর খুচরো দোকানিরা তাদের দোকান বন্ধ করে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪