ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অল্পের জন্য রক্ষা পেলো বাংলাদেশের ইউনাইটেড এয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
অল্পের জন্য রক্ষা পেলো বাংলাদেশের ইউনাইটেড এয়ার ছবি: ফাইল ফটো

কলকাতা: কলকাতার আকাশে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশের ইউনাইটেড এয়ারের যাত্রীবাহী একটি উড়োজাহাজ।

কলকাতার আকাশে ওড়ার সময় হঠাৎ করেই সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনা-সামনি হয়ে যায় বাংলাদেশের এ বিমানটি।



তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সতর্কতায় বিমান দুটি রক্ষা পায়। এ ঘটনা কলকাতায় যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয়েছে।


যদিও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র তরফ থেকে এ ঘটনার কথা স্বীকার করা হয়নি। শুধু তাই-ই নয়, তাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সোমবার রাত ১১টায় শেষবারের মতো এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র কলকাতা অফিসে বাংলানিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা এ ধরনের কোনো ঘটনার খবর নেই বলে জানিয়ে দেয়।

তবে সূত্র জানায়, সৌদি বিমানের চালক এয়ার ট্রাফিক কন্টোলের নির্দেশ ভুল বুঝেছিলেন। এর ফলেই এ সমস্যার সৃষ্টি হয়। এ সময় যাত্রীবাহী উড়োজাহাজ দুটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গেছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের তৎপরতার কারণে এই দুর্ঘটনা ঘটেনি বলে খবর জানা গেছে।

এয়ারপোর্ট অথরিটির সঙ্গে এই বিষয়ে তাদের মন্তব্য জানার চেষ্টা করেও  তাদের  কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভারতীয় এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেড এয়ারের ক্যাপ্টেন আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই দৃষ্টিসীমার মধ্যে একটি উড়োজাহাজ এসে যায়।

তিনি বলেন, তখন উড়োজাহাজটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দুইশ ৭০ মাইল দূরে ও এটি তখন মাটি থেকে ৩৩  হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

ক্যাপ্টেন আরিফুল জানান, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ২৯ হাজার ফুট উচ্চতায়। তখন তিনি (ট্রাফিক সংঘর্ষ এড়াতে পদ্ধতি –টিসিএএস) সতর্কতা সংকেত দিতে থাকেন।

 

তিনি জানান, ৩২ হাজার ফুটের মধ্যে উড়োজাহাজটি এসে গেছে। তখন উড়োজাহাজটিতে ১৪৮ জন যাত্রী ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা,  আগস্ট ১২ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।