কলকাতা: জাপানি এনসেফেলাইটিস নিয়ে কলকাতার উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বিষয়টি আমলে নিয়ে ১০দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।
ইতোমধ্যে বেসরকারি হিসেবে এ ভাইরাসে আক্রান্ত ১৮৪ জনের প্রাণহানি ঘটেছে।
মামলার আইনজীবী ও কলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গে মহামারির আকার নিয়েছে জাপানি এনকেফেলাইটিস।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা উল্লেখ করে তিনি আদালতকে অনুরোধ করেন এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কী ব্যবস্থা নিয়েছে তা আদালতকে জানানোর অনুরোধ করেছেন।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য জাপানি এনকেফেলাইটিস নিয়ে একটি বিশেষ কমিশন গঠনের কথাও আদালতে প্রস্তাব করেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষে আদালতে বিকাশ রঞ্জন দাবি করেন, মৃত ব্যক্তিদের রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪