ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাপসের রায় নিয়ে দুই বিচারপতির মতবিরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
তাপসের রায় নিয়ে দুই বিচারপতির মতবিরোধ তাপস পাল

কলকাতা: দুই বিচারপতির মতবিরোধের কারণে তাপস পালের কুরুচিকর মন্তব্যের ব্যাপারে রায় দিতে ব্যর্থ হলো হাইকোর্ট।

নদীয়া জেলার পরপর তিনটি সভায় বিরোধীদের উদ্দেশ্যে খুনের এবং মহিলাদের ধর্ষণের হুমকি দেন তৃণমূল সাংসদ তাপস পাল।



ওই মন্তব্যের প্রেক্ষিতে দায়ের করা অভিযোগে তাপসের বিরুদ্ধে রায় দিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি একমত হতে ব্যর্থ হন।

কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির একটি মামলার রায়ে ভিন্ন মতের দৃষ্টান্ত খুব বিরল বলে জানিয়েছেন আইনজীবীরা।

সাধারণভাবে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ঐক্যমতের ভিত্তিতেই রায় দেন। কিন্তু এক ক্ষেত্রে দুই মাননীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং গিরিশ চন্দ্র গুপ্ত আলাদা মত পোষণ করেন।

বিচারপতি তপব্রত চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের এবং তাপস পালের আবেদন খারিজ করে দেন। অপরদিকে বিচারপতি গিরিশ চন্দ্র গুপ্ত সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দেন।

উল্লেখ্য, তাপস পালের বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে মামলা করা হলে সিঙ্গেল বেঞ্চ তাপস পালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার এবং তাপস পালের আইনজীবী।

ভারতীয় আইন অনুযায়ী ডিভিশন বেঞ্চের বিচারপতিদের মধ্যে রায় নিয়ে মতবিরোধ হলে সেই মামলা পুনরায় প্রধান বিচারপতির কাছে চলে যায়। প্রধান বিচারপতি এরপর একজন তৃতীয় বিচারপতি নিয়োগ করেন যিনি মামলার রায় প্রদান করেন।

এ ক্ষেত্রেও কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি মামলার রায় দিতে তৃতীয় বিচারপতি নিয়োগ করবেন বলে মনে করা হচ্ছে।

তবে রায় না হওয়ায় আগামী তিন সপ্তাহ তাপস পালের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৩ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।