ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গাপুর সফরে যাচ্ছেন মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
সিঙ্গাপুর সফরে যাচ্ছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য ৫ দিনের সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ১৭ আগস্ট সিঙ্গাপুরের উদ্দেশে কলকতা ছাড়বেন।



ভারতের নতুন মন্ত্রীসভা গঠনের পর এটার তার প্রথম বিদেশে সফর। মূলত পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনার উদ্দেশ্যেই তার এই সিঙ্গাপুর সফর।

সফরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুরের বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই সফরে তার সিঙ্গাপুরের প্রধান মন্ত্রীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের শিল্পপতিদের একটি দল। এছাড়াও থাকছেন বনিক সভার প্রতিনিধিরা।

সূত্র জানায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন সাংসদ, অভিনেতা দেব এবং কলকাতা চলচ্চিত্র জগতের অন্যতম প্রযোজক শ্রীকান্ত মেহেতা।

মূলত তথ্য প্রযুক্তি, শিক্ষা, বর্জ্য নিষ্কাসন, পর্যটন প্রভৃতি বিষয় নিয়ে সফরে জোর দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও জোর দেওয়া হতে পারে চলচ্চিত্র শিল্পের ওপর।

সূত্র জানায়, মুখ্যমন্ত্রীর সফর সূচিতে সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও এবং জিয়াং শিল্প তালুকে বেশ কয়েকটি বৈঠক করার কথা।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।